Home

যে কোন নোটিশ দেখতে ক্লিক করুনঃ

প্রতিষ্ঠানের ইতিহাস


প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস

শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্বাধীন বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা, প্রাক্তন সংসদ সদস্য মরহুম ম.মুজাফফর আলী ১৯৬৭ সালে “মুজাফফর আলী হাই স্কুল” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে তাঁকে জায়গা-জমি ও অর্থ-সম্পদ দিয়ে যারা সার্বিকভাবে সহযোগিতা করেন তারা হলেনঃ- মরহুম এ কে এম আহসান উল্লাহ মাস্টার, মরহুম হাজী ছায়েদ আলী, মরহুম ইয়াসিন ফকির, মরহুম নছর উদ্দিন, মরহুম আতশ আলী, মরহুম আলিমুদ্দিন, মরহুম নোয়াব আলী, মরহুম আয়েত আলী, মরহুম অছমুদ্দিন প্রধান, জনাব নান্নু মিয়া, মরহুম আব্দুল মজিদ চেয়ারম্যান, জনাব নাজিম উদ্দিন মাস্টার, মরহুম খোরশেদ আলম আলতু মাস্টার, জনাব কাজী খালেকুজ্জামানসহ আরো শিক্ষানুরাগী ও দাতা সদস্যগণ।

 এই প্রতিষ্ঠানটি প্রথমত মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করলেও পরবর্তীতে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রয়াসে ১৯৯৬ খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নিত হয় এবং ২০০০ সালে প্রতিষ্ঠানটির কলেজ শাখা এমপিও ভুক্ত হয়। এখানে আধুনিক প্রযুক্তিভিত্তিক মাল্টিমিডিয়া সিস্টেমে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ১০০০ এর অধিক। প্রতিষ্ঠানটিতে সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানাগার, কম্পিউটার ও সরাসরি শিক্ষামন্ত্রণালয় কর্তৃক পরিচালিত আইটি ল্যাব বিদ্যমান রয়েছে। শিক্ষার গুণগত মান ও শৃঙ্খলার স্বার্থে পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। সম্প্রতি বোর্ড পরীক্ষার ফলাফলে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিষ্ঠান থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল সহ দেশখ্যাত উচ্চতর বিদ্যাপীঠে পাশ করে সমাজে লব্ধ প্রতিষ্ঠিত হয়েছে ও হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দক্ষ পরিচালনা পর্ষদ কার্যকর রয়েছে। নিয়মিত শিক্ষাক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নৈতিকতা, আদর্শ, পরমতসহিষ্ণুতা ও সহবত শেখার পরিবেশ পাচ্ছে। ক্লাশরুমের পড়া ক্লাশরুমেই সম্পন্ন করার মাধ্যমে গৃহ শিক্ষকের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে। পরিশেষে বলা যায়, শিক্ষা বঞ্চিত, দারিদ্রপীড়িত স্বল্প আয়ের মানুষের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সুনির্মল প্রকৃতির অকৃত্রিম স্নেহছায়ায় অনাবিল মনোরম পরিবেশে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা নিকেতন হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।